ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম

বিদ্যা লাভের আশায় কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

  • আপডেট: Friday, January 23, 2026 - 8:35 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। মায়ের পায়ে পুষ্পার্ঘ্য, বিদ্যা লাভের আশায় সমবেত প্রার্থনা, প্রসাদ বিতরণ, গীতাপাঠ এবং ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের মাধ্যমে শুক্রবার (২৩ জানুয়ারি) কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা।
কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, কাপ্তাইয়ের রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, চন্দ্রঘোনা আদি নারায়ণ বৈদান্তিক গীতা মণ্ডপ, কর্ণফুলী সরকারি কলেজ, লগগেইট জয়কালী মন্দির, ওয়াগ্গা মন্দির, বড়ইছড়ি জগন্নাথ মন্দির, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির, বিএসপিআই পূজা মণ্ডপসহ বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা।
এদিকে, সরস্বতী পূজা উপলক্ষে কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ শ্রী শ্রী বাণী অর্চনা পরিষদের আয়োজনে সকালে গীতাপাঠ এবং দুপুরে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি জগন্নাথ মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।