ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৯:৫৮ অপরাহ্ন

শিরোনাম

বরকলের সীমান্তবর্তী কুকিছড়ায় বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 6:53 pm

বরকল প্রতিনিধি।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ছোট হরিণা জোনের উদ্যোগে “সম্প্রীতি ও উন্নয়ন” কার্যক্রমের আওতায় অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার ২০২৬ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১২ বিজিবি ছোট হরিণা জোনের আয়োজনে বরকল উপজেলার ছোট হরিণা জোনের দায়িত্বপূর্ণ ডুলুছড়ি এলাকার কুকিছড়া বাজারে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে ১৬৮ জন গরিব, অসহায় ও দুস্থ পাহাড়ি ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে ছোট হরিণা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান রোগীদের চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
এ সময় ছোট হরিণা জোনের জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী রোগীরা উপস্থিত থেকে বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় লোকজন সহজে শহরে গিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে না। এখানে বিজিবির চিকিৎসাসেবাই তাদের একমাত্র ভরসা।