ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে শওকত মুন্সি
ফটিকছড়ি প্রতিনিধি।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় দায়ের করা ওয়ারিশ সনদ জালিয়াতি ও সম্পত্তি আত্মসাতের মামলায় শওকত মুন্সি নামে এক ব্যক্তির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হলে বিচারক তার আবেদন খারিজ করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, ভূজপুরের মীরখিল এলাকার বাসিন্দা মো. হারুনের পুত্র ইলিয়াস বাদী হয়ে ভূজপুর থানায় মামলা নম্বর–৫৫৭ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, খরিদা সূত্রে অর্জিত একটি সম্পত্তির নামজারি করতে গিয়ে খরিদদার মারা গেছে—এমন মিথ্যা তথ্য উপস্থাপন করে জাল ওয়ারিশান সনদ তৈরি করা হয়। পরে সেই ভুয়া কাগজপত্রের মাধ্যমে শওকত মুন্সির স্ত্রীর নামে কবলা দলিল রেজিস্ট্রি করে প্রতারণার আশ্রয়ে সম্পত্তিটি নিজের নিয়ন্ত্রণে নেওয়া হয়। বাদী ইলিয়াস অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্ত ব্যক্তি তাদের পরিবারের ওপর নানা অন্যায় ও জুলুম চালিয়েছে। জাল কাগজপত্রের মাধ্যমে পারিবারিক সম্পত্তি নিজের স্ত্রীর নামে রেকর্ড করিয়ে নেওয়া হয়। তিনি আরও দাবি করেন, অভিযুক্ত সার্ভেয়ার হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে এ ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মামলার পর আদালতের নির্দেশে সিআইডি তদন্ত পরিচালনা করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ১৮ জানুয়ারি শওকত মুন্সির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে তিনি জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হলে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। সিআইডির তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওয়ারিশ সার্টিফিকেট জালিয়াতি, অন্যের স্বাক্ষর নকল এবং ভুয়া কাগজপত্র ব্যবহার করে সম্পত্তি নিজের নামে রেকর্ড করানোর বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট মহলের মতে, এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হলে ভূমি জালিয়াতির মতো অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।











