ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ১১:২২ অপরাহ্ন

শিরোনাম

পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা প্রদান

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 7:29 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে মানবিক সহায়তা প্রদান করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) পানছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদ্রাসা ও ছয়জন গরিব ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়। পাশাপাশি দুইজন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন,
“পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, দুর্গম পার্বত্য এলাকায় বিদ্যুৎ সুবিধা সীমিত থাকায় সোলার প্যানেল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়ক হবে।
এ সময় সহায়তা পাওয়া পরিবার ও শিক্ষার্থীরা বিজিবির এই মহতী উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ সহায়তা তাদের জীবনমান উন্নয়ন ও শিক্ষাজীবন অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
স্থানীয়ভাবে বিজিবির এ মানবিক উদ্যোগকে শান্তি ও উন্নয়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন এলাকাবাসী।