নির্বাচন ঘিরে মোংলায় নৌবাহিনীর টহল জোরদার
স্টাফ রিপোর্টার, মোংলা।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে।
আজ মঙ্গলবার সকাল থেকে মোংলা নৌ কন্টিনজেন্টের সামনে থেকে ফুট পেট্রোলিং শুরু করে নৌবাহিনীর সদস্যরা। তারা পৌর শহরের শাপলা চত্বর, বিএলএস রোড, উপজেলা চত্বরসহ বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করেন। টহলকালে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে সচেতনতা বাড়ান।
স্থানীয়রা জানান, নৌবাহিনীর উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা বেড়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে আশাবাদী। নৌবাহিনী স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নির্বাচনকালীন শান্তি ও জননিরাপত্তা নিশ্চিতে নিরবচ্ছিন্ন টহল অব্যাহত রাখবে।











