দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৫ শতাধিক মানুষ
মো: আল আমিন, দীঘিনালা।
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার চিকিৎসা সুবিধাবঞ্চিত ১নং মেরুং ইউনিয়নে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবি টাইগার্স) আয়োজিত দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প মেরুং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিনের নির্দেশনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত ৫ শতাধিক নারী, পুরুষ, শিশু ও প্রবীণ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্পের সার্বিক নেতৃত্ব ও তত্ত্বাবধানে ছিলেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. শায়খ উদ্দীন সাকলাইন। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম সরাসরি তদারকি করেন।
এ বিষয়ে ক্যাপ্টেন মো. শায়খ উদ্দীন সাকলাইন বলেন,
“মেরুং ইউনিয়নের মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে অনেকাংশে বঞ্চিত। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”











