ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৬ - ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

থানচিতে ধানের শীষ’র আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

  • আপডেট: Thursday, January 22, 2026 - 7:31 pm

বান্দরবান প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরীর পক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থানচি পর্যটন সেবা কেন্দ্রের মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভা উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে নানা জাতিগোষ্ঠীর শত শত মানুষ সমাবেশস্থলে জড়ো হন। এতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট ও সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যাপক ওসমান গণি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, সাশৈপ্রু মারমা, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা আব্দুল মাবুদ, ছাত্রদলের সাবেক সভাপতি সবিকুর রহমান জুয়েল, থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মং শৈ ম্রো মারমা, জেলা পরিষদের সদস্য মাধবী মারমাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিগত নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবার জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হবে। তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভার প্রধান অতিথি ও বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরী বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান পর্যটন সম্ভাবনায় সবচেয়ে সমৃদ্ধ। বিশেষ করে থানচি উপজেলা প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে অনন্য। তিনি বলেন, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও পিছিয়ে থাকা অর্থনীতিকে এগিয়ে নিতে বিএনপি কাজ করবে। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
এসময় তিনি ভোটারদের ১২ ফেব্রুয়ারি কষ্ট স্বীকার করে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।