ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ২:১২ অপরাহ্ন

শিরোনাম

জামায়াত নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি প্রার্থী হারুনুর রশীদের ছেলে রাফিকে তলব

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 11:34 am

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশিদের ছেলে রুবাইয়াৎ ইবনে হারুন রাফিকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক নোটিশে এই তলব আদেশ জারি করা হয়। তবে বিষয়টি বুধবার ভোরে গণমাধ্যম কর্মীরা নিশ্চিত হন।

জানা যায়, মোহাম্মদ নজরুল ইসলাম নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে কমিটি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটী এলাকায় ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদ এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার উপস্থিতিতে তাদের ছেলে রুবাইয়াৎ ইবনে হারুন রাফি একটি বেআইনি জটলা সৃষ্টি করেন। অভিযোগ রয়েছে, ওই সময় সেখানে উপস্থিত জামায়াতে ইসলামীর পৌর এলাকার ১১নং ওয়ার্ড সভাপতি আজিজুল হক নূরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। নূরের গলা ধরে শুন্যে টেনে তোলা হয়। এতে তিনি গুরুতর আহত হন, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়।

আরও জানা যায়, অভিযোগকারীর অভিযোগ ও প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থী গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসমাবেশ ও প্রচারণায় অংশ নেন। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

নির্বাচনী অনুসন্ধান কমিটি এই ঘটনাকে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এবং সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ৩, ১৫ ও ২৭ বিধির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে কেন অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৯ জানুয়ারি বেলা ১১টায় নাচোল সিভিল জজ আদালতে সশরীরে হাজির হয়ে এই ব্যাখ্যা প্রদানের জন্য রুবাইয়াৎ ইবনে হারুন রাফিকে নির্দেশ দিয়েছে বিচারিক কমিটি।

এ বিষয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশীদের ছেলে রুবাইয়াৎ ইবনে হারুন রাফি জানান, ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির তলব আদেশের পত্রটি পাইনি। ওই কাগজটি পেলে এ নিয়ে বিস্তারিত কথা বলব।’