ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৬ - ১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

জাপার সাবেক সভাপতির বিএনপিতে যোগদানে মোংলায় বিক্ষোভ সমাবেশ 

  • আপডেট: Sunday, January 25, 2026 - 10:07 pm

স্টাফ রিপোর্টার, মোংলা।। বাগেরহাটের মোংলা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি তালুকদার আক্তার ফারুক বিএনপিতে যোগদান করায় দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে মোংলা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

আজ রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মোংলা পৌর শহরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, আজ সকালে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তালুকদার আক্তার ফারুক জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের হাতে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় শতাধিক নেতাকর্মী নিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোংলা পৌর ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করেন এবং পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।

 

সমাবেশে বক্তারা তালুকদার আক্তার ফারুকের দলবদলকে দলের জন্য অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং এ ধরনের যোগদানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। তালুকদার আক্তার ফারুকের দলবদলের পটভূমিতে জানা গেছে, তিনি পূর্বে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন এবং এখন আবার বিএনপিতে যোগ দিয়েছেন। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে মোংলা উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, দলের আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে বাইরের লোকজনকে গুরুত্ব দেওয়া হলে দলের ভিত্তি দুর্বল হয়। তারা দলীয় হাইকমান্ডের কাছে এ বিষয়ে সুবিচার দাবি করেছেন।