ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৬ - ৮:৩২ অপরাহ্ন

শিরোনাম

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র পরিদর্শন করেন মারিশ্যা জোন

  • আপডেট: Monday, January 19, 2026 - 5:01 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
সোমবার (১৯ জানুয়ারি) পরিদর্শনকালে ভোটকেন্দ্রসমূহের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কার্যক্রমের পাশাপাশি মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর উদ্যোগে ০৬টি স্কুলের- বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়, নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বরাদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৮৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোন সদরে মাতাব্বর পাড়া ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং বাঘাইছড়ি পৌরসভায় সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবি দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।