ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৬ - ৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের স্ত্রীর লকার তল্লাশির অনুমতি

  • আপডেট: Monday, January 19, 2026 - 5:05 pm

নিজস্ব প্রতিবেদক।। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকির দুইটি লকার তল্লাশি করার অনুমতি দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ারের শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের নামে এই দুই লকার রয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মো. ইসমাঈল লকার দুইটি তল্লাশির অনুমতি চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, “গত বছরের ১৫ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়। দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে এক কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি এক লাখ ৫৮ হাজার ১০৬ টাকা সম্পদের মালিকানা অর্জন করার অপরাধে দুদক মতিউর রহমান ও লায়লা কানিজের নামে মামলা দায়ের করে।”

মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে আর আসামিরা জেল হাজতে আছেন। তদন্তে সংগ্রহ করা রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, লায়লা কানিজের নামে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে দুইটি লকার রয়েছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দুইটি লকারই তল্লাশি করা প্রয়োজন বলে আবেদনে জানিয়েছে দুদক।