ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁদা না পেয়ে নরসিংদীতে সন্ত্রাসী হামলা, ১২ সাংবাদিক আহত

  • আপডেট: Monday, January 26, 2026 - 10:42 pm

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামেলি ডে শেষে আজ সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফিরতে গেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিং করায় চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় বাসের চাবি কেড়ে নিয়ে নারী, শিশুসহ সাংবাদিকদের জিম্মি করে এবং অগ্নিসংযোগের চেষ্টা করে।

হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ওই হামলায় সাংবাদিক এস এম ফয়েজ, শাহেদ, মহসিনুল কবির ও ক্র্যাবের স্টাফ লালসহ কয়েকজন আহত হন।

জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামেলি ডে শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফিরতে গেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিং করায় চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় বাসের চাবি কেড়ে নিয়ে নারী, শিশুসহ সাংবাদিকদের জিম্মি করে এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। হামলা থেকে বাঁচতে ক্র্যাব নেতৃবৃন্দ পুলিশকে ফোন করেন। কিছুক্ষণ পরে পুলিশ এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

 

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ-আল-ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দু’জনকে আটক করে থানায় নিয়েছে। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে। ক্র্যাব কার্যনির্বাহী কমিটি এ ঘটনায় মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে