ঢাকা | জানুয়ারী ২২, ২০২৬ - ১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায়

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 7:57 pm

চট্টগ্রাম ব্যুরো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রাম আসছেন। আগমন উপলক্ষে এবং জনসভাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকালে নগরীর কাজীর দেউরি বিএনপির দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু’র সভাপতিত্বে ও সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে চট্টগ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা আশা করছি এই সমাবেশ সকলের সহযোগিতায় একটি আনন্দঘন, উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের সর্বস্তরের জনগণের মিলনমেলায় পরিণত হবে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুল রহমান বলেন, প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ জানুয়ারি নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন। এই জনসভা আসন্ন নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, তারেক রহমান চট্টগ্রামে আগমনের খবরে নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। চট্টগ্রামের মাটি বিএনপির ঘাঁটি। ২৫ জানুয়ারির জনসভা জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর, আব্দুল আহাদ রিপন, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে ২৪ জানুয়ারি সড়কপথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম আসার কথা রয়েছে। ফেনী, মিরসরাইসহ বিভিন্ন পথসভা শেষে ২৫ জানুয়ারি সকালে তিনি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় ভাষণ দেবেন।