ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ১১:০১ অপরাহ্ন

শিরোনাম

গণতন্ত্রকে শক্তিশালী ও স্বাধীনতা রক্ষায় ভোটকেন্দ্রে যাবেন – ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 8:12 pm


নিজস্ব প্রতিবেদক।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমানের পক্ষে ধানের শীষের ভোট প্রার্থনা করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন। ৮নং শোলকবহর ওয়ার্ডের শতাব্দি এলাকায় ডোর টু ডোর গণসংযোগে অংশ নিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ইঞ্জিনিয়ার জমির উদ্দিন বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান একজন যোগ্য, সৎ ও পরীক্ষিত নেতৃত্ব। চট্টগ্রাম–১০ আসনের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং একটি নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য। এজন্য তিনি চট্টগ্রাম–১০ আসনের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মুসলিম উদ্দিন সওদাগর, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, চট্টগ্রাম মহানগর উচ্চ বিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সদস্য খোরশেদ আলম টিটু, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবীর পলাশ, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান সুমন, মনির হোসেন, ৪৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রনি, ৪২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব আলম।