ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৬ - ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে সাপ্তাহিক হাটে বিএনপির লিফলেট বিতরণ

  • আপডেট: Saturday, January 24, 2026 - 6:41 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. দীপেন দেওয়ানের পক্ষে কাপ্তাই সাপ্তাহিক জেটিঘাট বাজারে শনিবার (২৪ জানুয়ারি) সকাল হতে দুপুর পর্যন্ত ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে।
এসময় বাজারে দুর্গম পাহাড় থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের মাঝে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন কাপ্তাই উপজেলার বিএনপি নেতৃবৃন্দ।
কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সদস্য সচিব রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বাপন, বিএনপি নেতা ইকরাম হোসেন বেলাল, আবু বক্কর ছিদ্দিক, কবিরুল ইসলাম কবির, কামাল হাকিম, শাহাবুদ্দীন, ফয়েজ আহমেদ, সালাউদ্দীন রুবেল, ইমাম উদ্দিন, মোরশেদ আলম, আব্দুল্লাহ আল মামুন, মহরম, রাশেদসহ নেতাকর্মীরা এসময় উৎসাহ-উদ্দীপনা নিয়ে লিফলেট বিতরণ করেন।