এই নির্বাচনই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে —পানছড়িতে জামায়াত প্রার্থী এয়াকুব আলী
খাগড়াছড়ি প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর দাঁড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে এই নির্বাচনী কর্মসূচি পরিচালিত হয়। প্রচারণা চলাকালে বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় খাগড়াছড়ি জেলা এনসিপির নেতাকর্মীরা জামায়াত প্রার্থীকে শাপলা কলি উপহার দিয়ে শুভেচ্ছা জানান এবং নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার কাঠামো, শাসনব্যবস্থার দুর্বলতা চিহ্নিত হবে এবং তা সংশোধনের পথ তৈরি হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শৃঙ্খলাবদ্ধ, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন। এছাড়া আরও বক্তব্য দেন এনসিপির জেলা সভাপতি নুর আলম, সদস্য সচিব সুবোধ চাকমা, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, উপজেলা মুখ্য সংগঠক পুলিন চাকমা, জেলা যুগ্ম আহ্বায়ক রূপায়ণ চাকমা, জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল ছাত্তার, উপজেলা জামায়াত সভাপতি মো. জাকির হোসেন ও উপজেলা সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই প্রচারণা কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।











