এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার কমান্ডার খুলনা নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভা ভবন ও মডেল মসজিদে অবস্থানরত নৌ-কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন।
তিনি তাঁর বক্তব্যে আসন্ন নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকল নৌসদস্যকে সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
বাংলাদেশ নৌবাহিনী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে।