অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত
জাগো জনতা অনলাইন।। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়। এদিন ক্যাম্পাসে সেমিনার, বিশেষ অ্যাওয়ার্ড প্রদান ও কেক কাটাসহ এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে ক্যাম্পাসের সামনের সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ড. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, সিটিজেন জার্নালিজম বর্তমান সময়ে একটি শক্তিশালী মাধ্যম। তবে এর সঙ্গে দায়িত্বশীলতা ও নৈতিকতার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। কারণ তথ্য যাচাই ছাড়া যেকোনো সংবাদ প্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ইতিবাচক। তবে সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে কী-নোট স্পিকার ছিলেন যমুনা টেলিভিশনের পলিটিকাল এডিটর আলমগীর স্বপন। তিনি বলেন, সিটিজেন জার্নালিজম মূলধারার সাংবাদিকতার পরিপূরক শক্তি হিসেবে কাজ করতে পারে, যদি তা সঠিকভাবে ব্যবহৃত হয়।
গেস্ট স্পিকার ছিলেন চ্যানেল আইয়ের সাংবাদিক রেজানুর রহমান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিটি তথ্যই সংবাদ নয়, বরং যাচাই-বাছাইয়ের মাধ্যমেই তথ্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে।
ডেইলি টাইমসের সাংবাদিক জসিম আহমেদ বলেন, সিটিজেন জার্নালিজম প্রান্তিক মানুষের কথা তুলে ধরার সুযোগ সৃষ্টি করে। তবে দায়িত্বহীনতা সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে।
আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জুবায়ের আহমেদ, প্রভাষক কেয়া বোস ও ফরহাদ আলম।











