বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন, নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান শামিল,পতেঙ্গা-হালিশহর আঞ্চলিক শ্রমিকদলের সভাপতি আবু জাফর।
অনুষ্ঠানে প্রধান অতিথি সরফরাজ কাদের রাসেল বলেন, শ্রমিকরা হচ্ছে আমাদেরই ভাই বন্ধু। তাদের ন্যায্য পাওনা আদায়ে আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। শ্রমিকদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ববটে। ফ্যাসিবাদের আমলে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, আবার সরকারি অনেক শিল্পকারখানা সুকৌশলে বিক্রি করে দিয়ে কমিশন বাণিজ্য করেছে, আর যেনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পতেঙ্গা-হালিশহর আঞ্চলিক শ্রমিকদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সাবের, মুন্সি মিয়া, হাসান সওদাগর, মো. ইউনুছ, পতেঙ্গা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নিজামুদ্দিন লেদা, থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক ফোরকান, যুবদল নেতা আসলাম, ইয়াসিন রিকি, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ এবং অত্র ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।।