বুধবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। আটক জেলেরা ৬টি ইঞ্জিনচালিত কাঠের বোটে মাছ ধরছিলেন। টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির এক কর্মকর্তা জানান, মায়ানমার নৌবাহিনী জেলেদের আটক করে তাদের বোটে থাকা মাছ ও খাদ্যসামগ্রী নিয়ে সন্ধ্যা ৬টার দিকে মুক্তি দেয়। এর পর সবাই নিরাপদে শাহপরীর দ্বীপ নৌঘাটে ফিরে আসেন।
শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া নৌঘাটের সভাপতি মো. হাসান জানান, ৫৬ জেলে শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকা, যেমন- মাঝেরপাড়া, কোনাপাড়া, দক্ষিণপাড়ার বাসিন্দা। মায়ানমার নৌবাহিনী তাদের আটক করে। তবে পরে তাদের ছেড়ে দেয়।