ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম

চসিকের সাবেক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম ঢাকায় গ্রেপ্তার

  • আপডেট: Thursday, March 6, 2025 - 12:44 pm

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে গ্রেপ্তার করেছে আকবর শাহ থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাতে ঢাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিমকে গত ২২ জানুয়ারি সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়া ও হুমকি দেওয়ার মামলায় তাকে ১ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়।