ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ৯:২৩ অপরাহ্ন

শিরোনাম

মুরদানগর উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের মোবাইল কোর্ট

  • আপডেট: Wednesday, March 5, 2025 - 6:42 pm

মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা: কুমিল্লা মুরাদনগর উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা কোম্পানীগঞ্জ বাজারে পবিত্র মাহে রমজান মাসের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুর তিনটায় সময় বাজার মনিটরিং পরিচালনা করা হয়।
এসময় গরুর গোস্তর দোকান ও মুদি দোকানসমূহে মূল্যতালিকা  না থাকায় ও যথাযথভাবে প্রদর্শন না করায়  ০২জন ব্যবসায়ীকে ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এছাড়াও পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয় মূল্য সঠিক ও সহনীয় রাখা, অবৈধভাবে পণ্য মজুদ না রাখা এবং ভেজাল পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া কোম্পানীগঞ্জ বাজার ও মুরাদনগর বাজারের  যানজট নিরসনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষে ইউনিয়ন পরিষদের মাধ্যমে  আনসার সদস্য মোতায়ন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান জানান জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।