ঢাকা | মার্চ ১২, ২০২৫ - ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

মধ্যে রাতে বিএনপির দুই কমিটি বিলুপ্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ

  • আপডেট: Tuesday, March 4, 2025 - 4:14 am

নিজস্ব প্রতিবেদক।। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি) ও এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার দিবাগত মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির দলীয় প্যাডে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদের নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এইবি)র বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এএবি)র কমিটি ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়, আহ্বায়ক রাশেদুল হাসান হারুন এবং সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অঅই)র বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অঅই) এর কমিটি ঘোষণা করা হবে।