ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ৬:২২ অপরাহ্ন

শিরোনাম

ভোলায় রমজান উপলক্ষ্যে র‍্যালি ও বাজার মনিটরিং 

  • আপডেট: Saturday, March 1, 2025 - 4:15 pm
এএসটি সাকিল।। ‘আহলান সাহলান মাহে রমজান, রমজানের পবিত্রতা রক্ষা করুন’ প্রতিপাদ্য সামনে রেখে বোরহানউদ্দিনে মাহে রমজান উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১ মার্চ)  সকালে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশন বোরহানউদ্দিন উপজেলা কর্মকর্তা এফ এম আহমেদ রশীদ, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাকারিয়া আজম, ইসলামি ফাউন্ডেশনের শিক্ষক বৃন্দ, সাংবাদিক।
র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ্জামান পৌর বাজারের ফলের দোকান, কাঁচা বাজার, মুদিমনোহরি, মাংসের দোকান সহ চাউলের আড়ৎ এ অভিযান পরিচালনা করেন। রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসন নজরদারি বাড়াবে বলে সর্তক করেছেন।