ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম

ঈদগাঁওতে ওলামা পরিষদের মানববন্ধন ও মিছিল

  • আপডেট: Saturday, March 1, 2025 - 11:36 am
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি : পাঠ্য পুস্তক সংস্কার কমিশনের সাবেক সদস্য রাখাল সাহা কর্তৃক আল্লাহর শানে কটুক্তি, সোহেল হাসান গালিব কর্তৃক রাসূল (সাঃ) কে অবমাননা এবং ফ্যাসিস্ট রেজিমের র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক বন্দী ধর্ষণের নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদে আছর ঈদগাঁও বাজার ও বাস স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ এ প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করে। মিছিলটি বাজারের শাপলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে। পরে বাস স্টেশন চত্বরে গিয়ে সমাবেশ করে। বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আমীনুর রশিদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে সংক্ষিপ্ত আলোচনা করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান আযাদ, সংগঠনের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা কবির আহমদ, সহ সেক্রেটারি মাওলানা মুমিনুল হক জমিরী, সহ সেক্রেটারি হাফেজ রমজান আলী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা শামসুল হক আজিজী ও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী।
বক্তারা আল্লাহ ও রাসূলের অবমাননাকারী এবং ধর্ষণে জড়িত কর্মকর্তার সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসব প্রতিরোধে আলেমরা দ্রুত ব্ল্যাসফেমি আইন বাস্তবায়নের দাবি জানান।
মিছিলকারীরা ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘দ্বীন ইসলামের অপমান সইবে নারে মুসলমান’, ‘রাসুলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান’, ‘কুকুর বিড়াল মারব না, নাস্তিক পেলে ছাড়বো না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাখাল রাহার ফাঁসি চাই’, ‘সোহেল গালিবের গালে গালে, জুতা মারো তালে তালে’, ধর্ষক আলেপের দুই গালে, জুতা মারো তালে তালে, নাস্তিকের আস্তানা, এই জমিনে থাকবে না’ প্রভৃতি স্লোগান দেয়।