শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আকবরশাহ থানার ১ নম্বর ঝিল এলাকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. নুরে আলম নুরুকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার এক নম্বর ঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে ১টি দেশে তৈরি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
মো. নুরে আলমের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, পাহাড় কাটা, ডাকাতিসহ অস্ত্র আইনে ৩০টিরও অধিক মামলা রয়েছে।