শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বখাটে একদল যুবক এসআই ইউসুফ আলীকে মারধর করে।
পুলিশ জানায়, স্থানীয় কিছু যুবক পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় গাঁজা সেবন করছিল। পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী টহলরত অবস্থায় গাঁজা সেবন করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা দোষ স্বীকার করে ক্ষমা চায়। সতর্ক করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
কিন্তু পরে তারাই এসে এসআই ইউসুফ আলীকে হেনস্থা করে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজে এসআই ইউসুফ আলীর শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।
খুলে ফেলা হয় ইউনিফর্ম। এসময় এসআই ইউসুফ বলেন, ‘আমার মোবাইল, মানিব্যাগ, ওয়্যারলেস সব নিয়ে গেছে ওরা’। ওই ভিডিওতে মোবাইলটি তার পকেটে ঢুকিয়ে দিতে দেখা যায়।
এসআই ইউসুফ আলী ৩৬তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। এর আগে তিনি নৌ-পুলিশে কর্মরত ছিলেন। ২০ ফেব্রুয়ারি তাকে পতেঙ্গা থানায় বদলি করা হয়।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। অন্য দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।