ঢাকা | এপ্রিল ২৮, ২০২৫ - ১০:৪৬ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মিলনমেলা অনুষ্ঠিত 

  • আপডেট: Thursday, February 27, 2025 - 2:22 pm
শাহজালাল, বান্দরবান:
বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) মিলনমলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বান্দরবানের পর্যটন কেন্দ্র প্রান্তিক লেকে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন নাগরিক পরিষদের উদ্যেগে এ মিলনমেলার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল ৫ আগস্টের পরে নুতন বাংলাদেশ।  কিন্তু যে বৈষম্যের জন্য ছাত্র-জনতা লড়াই করেছে সেই বৈষম্যের শিকার আমারা প্রতিনিয়ত হচ্ছি। যার ফলে পার্বত্য চট্টগ্রামে আমরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিতসহ নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছি।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সুয়ালক ইউনিয়ন নাগরিক পরিষদের সভাপতি কাজী মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও জেলার সহসাধারণ সম্পাদক মো. শাহজালালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের চার শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।