আহমদ উল্লাহ , চট্টগ্রাম : মধ্যপ্রাচ্যের কুয়েতে শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট যাকাত ওয়েলফেয়ার ফান্ড দারিদ্র্য বিমোচন প্রকল্প (যাকাত তহবিল শীর্ষক) সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এতে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন হাফেজ আনিসুর রহমান ইমন। শানে মাইজভান্ডারী পরিবেশন করেন সহ সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল কালাম। তিনি বলেন, আগামীতে আমরা আরো ব্যাপক আকারে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
ট্রাস্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম নিজাম উদ্দিন। এতে আরো বক্তব্য প্রদান করেন বেলাল হোসেন,জসিম উদ্দিন তারেক, সংগঠনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন অর্থ সম্পাদক হারুনুর রশিদ আজিজ, মোহাম্মদ আশিক। পরিশেষে মিলাদ,কিয়াম এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদীন।