মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নিঝুড়ী এলাকার তালতলা ব্রিজের নিচে ধানক্ষেতের ভেতরে ওই যুবকের মরদেহ পড়েছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তাৎক্ষনিক নাম পরিচয় না পাওয়ায় প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের খবর দেওয়া হয়।
এর আগে, গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাসার সামনে থেকে তিনি নিখোঁজ হন।
ওসি মো. আসাদুজ্জামান জানান, রোববার রাত সোয়া ১০টার দিকে কামাল হোসেন চঞ্চল ঢাকার নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে তার স্ত্রী কামরুন্নাহার সূচনা ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে কামালকে হত্যা করে ওই ধানক্ষেতে মরদেহ ফেলে রাখা হয়েছিল।
নিহতের চাচাতো ভাই সরোয়ার ইসলাম বলেন, ‘কামাল ঢাকায় নিজ বাসার সামনে মোবাইল সরঞ্জামের ব্যবসার পাশাপাশি একটি সমবায় সমিতি পরিচালনা করতেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং মরদেহ কেন সিরাজগঞ্জের ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আজকে তার মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নেওয়া হবে।’রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে নিহতের স্বজনরা থানায় এসেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।