ঢাকা | এপ্রিল ২০, ২০২৫ - ১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

সুলতান নশরত শাহ নুরানী ও ইবতেদায়ী মাদ্রাসার ৯ম সালানা জলসা অনুষ্ঠিত 

  • আপডেট: Monday, February 24, 2025 - 10:10 am
আহমদ উল্লাহ, চট্টগ্রাম : হাটহাজারী বড় দীঘির পাড় সুলতান নশরত শাহ নুরানী ও ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণ ও সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে।
রোববার  মাদ্রাসা প্রাঙ্গনে  বার্ষিক পুরষ্কার বিতরণ ও সালানা জলসা অনুষ্ঠিত হয়।
সুলতান নশরত শাহ নুরানী ও ইবতেদায়ী  মাদ্রাসা  পরিচালনা  কমিটির উদ্দ্যোগে এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাজুল ওলামা আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত  ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দীন,  অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন,  রাউজান কদলপুর হামিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবু জাফর সিদ্দিকী,  জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী, হযরতুলহাজ্ব আলামা আবুল আসাদ জুবায়ের রেজভী,  জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ হেলাল উদ্দিন আল কাদেরী, নুরানী সুন্নিয়া বোর্ড বাংলাদেশের  সম্মানিত উপদেষ্টা  হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ কাজী হারুন  চৌধুরী, হযরতুলহাজ্ব আল্লামা আবুল কালাম বয়ানী এবং অত্র মাদ্রাসার সুপার হযরত মাওলানা  জাবেদ হোসাইন।
মাদ্রাসা পরিচালনা  কমিটির পক্ষ থেকে সার্বিক দায়িত্বে ছিলেন সভাপতি মুহাম্মদ নুরুল আলম এবং সাধারণ  সম্পাদক এস এম নাঈম আলম।
বক্তারা বলেন, বর্তমান যে প্রচলিত শিক্ষাধারা রয়েছে তারমধ্যে নুরানী শিক্ষা  একটি অতীব যুগোপযুগী শিক্ষাধারা। এলমে দ্বীন  অর্জনের জন্য নুরানি সুন্নিয়া বোর্ডের যে প্রকাশনা রয়েছে তা মানসম্মত। এছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে উনাদের প্রকাশনা ব্যবহারের জন্য অনুরোধ  জানান।  সন্তানকে আধুনিক দ্বীনি শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দানের গুরুত্বারুপ করে বলেন আপনার সন্তানের কলবের মধ্যে যখন নামাজ এবং মিরাজের সংস্পর্শ এসে যাবে তখন সে দুনিয়ার সুদ, ঘুষ, দুর্নীতি,  মদ, জুয়া ইত্যাদি  পরিহার করে নামাজ এবং ধ্যানের মধ্যে নিজেকে অতিবাহিত করবে বলেও জানান।