ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ৬:৫৬ অপরাহ্ন

রায়গঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট: Monday, February 24, 2025 - 6:50 am
আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ  : সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি)  সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ি গ্রামের হাসিনা ইট ভাটার নিকট ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার হয়েছে।
এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় আমরা সকালে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম।  হঠাৎ রাস্তার পাশে অজ্ঞাতনামা যুবকের লাশটি দেখতে পাই। পরে রায়গঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করলে, পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যপারে রায়গঞ্জ থানার (অফিসার ইনচার্জা ( ওসি) আসাদুজ্জামান আসাদ ও (এসআই)  ইয়াছিন জানান,   আমরা খবরপেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তাৎক্ষনিক  মরদেহটির কোন পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহটি উদ্ধার করে  ময়না তদন্তের জন্য  সিরাজগঞ্জে পাঠানোর প্রক্রিয়া চলছে ।