ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ৭:১৮ অপরাহ্ন

শিরোনাম

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: স্বামীর মৃত্যু, স্ত্রীসহ সন্তানের অবস্থা সঙ্কটাপন্ন

  • আপডেট: Monday, February 24, 2025 - 6:42 am

ঢামেক প্রতিবেদক।। ঢাকার আশুলিয়ায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে গৃহকর্তা জাহাঙ্গীর আলম মারা গেছেন। তার স্ত্রী ও মেয়ে এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, তাদের অবস্থাও ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

রোববার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩২ বছর বয়সী জাহাঙ্গীরের মৃত্যু হয় বলে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন।

তিনি বলেন, জাহাঙ্গীরের শরীরের ৯১ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।

দুদিন আগের ওই অগ্নি দুর্ঘটনায় দগ্ধ জাহাঙ্গীরের স্ত্রী ও মেয়েও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, তাদের অবস্থাও ভালো নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জাহাঙ্গীরদের বাসা আশুলিয়ার কাঠগড়া এলাকায়। রোববার ভোর সাড়ে ৬টার দিকে রান্না করতে গিয়ে চুলা জ্বালানোর সময় রান্নাঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়। তাতে বাসায় থাকা তিনজনই দগ্ধ হয়।

জাহাঙ্গীরের স্ত্রী বিউটির (২৮) শরীরে পোড়ার মাত্রা ৩৩ শতাংশ। আর তাদের ৫ বছর বয়সী মেয়ে তোয়ার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

ডা. শাওন বলেন, “তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। শ্বাসনালীও পুড়ে গেছে। এ কারণে সবার অবস্থাই সঙ্কটাপন্ন।