রায়গঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল ও সম্পাদক সাইফুল

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার বিরতিহীনভাবে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রায়গঞ্জ পৌর সভার ইমারত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে মো. জালাল উদ্দিন চেয়ার প্রতিকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম টিয়া পাখি প্রতীকে জয়লাভ করেছেন।
শনিবার সন্ধায় ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আব্দুর রাজ্জাক। নির্বাচনে ৬৩০ জন ভোটারের মধ্যে ৫৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সহ-সভাপতি শামছুল হক, সাংগঠনিক সম্পাদক পদে সরোয়ার্দি, অর্থ সম্পাদক পদে সাইদুল ইসলাম নির্বাচিত হন।