ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ৮:১৩ অপরাহ্ন

গোপনে পঞ্চম বিয়ে: স্বামীকে কুপিয়ে হত্যা করলেন চতুর্থ স্ত্রী

  • আপডেট: Sunday, February 23, 2025 - 7:11 am

জাগো জনতা অনলাইন।। চট্টগ্রামে গোপনে পঞ্চম বিয়ের পিঁড়িতে বসায় যুবককে তারই এক স্ত্রী খুন করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার গভীর রাতে হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ৩৬ বছর বয়সী আলাউদ্দিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তিনি চট্টগ্রামের বসুন্ধরা আবাসিক এলাকার মর্জিনার মার কলোনীতে চতুর্থ স্ত্রী নুর জাহানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর নুর জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হালিশহর থানার ওসি মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিন নগরীতে কখনো রিকশা চালাতেন, আবার কখনো ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। বিভিন্ন সময়ে তিনি একাধিক বিয়ে করেছেন।

“সম্প্রতি তিনি গোপনে পঞ্চম বিয়ে করেছেন। বিষয়টি জানতে পরে নুরজাহানের সাথে তার পারিবারিক কলহ তৈরি হয়। গতরাতে ঘুমাতে যাবার পর রাত আড়াইটার দিকে নুরজাহান ধারালো অস্ত্র দিয়ে আলাউদ্দিনকে এলোপাথারি কুপিয়ে জখম করেন। এতে তার মৃত্যু হয়।”

ওসি মনিরুজ্জামান বলেন, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে রাতেই নুরজাহানকে হেফাজতে নেওয়া হয়।

আলাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নোয়াখালীতে তার পরিবারকে খবর দেওয়ার তথ্য দিয়েছেন ওসি মনিরুজ্জামান।