ফ্যাসিবাদ যতই চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না: জামায়াত আমির

জাগো জনতা অনলাইন।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য। তারা যতই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ভাষা শহীদরা শ্রদ্ধার পাত্র। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জাতির হৃদয়ে তারা বেঁচে থাকবেন।
তিনি আরও বলেন, ৫২-তে যারা লড়াই করেছেন, তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। ২৪-এর আন্দোলনকারীদের অবদানও জাতি স্মরণ রাখবে বলে এ সময় মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।