ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ৯:২১ অপরাহ্ন

রায়গঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

  • আপডেট: Tuesday, February 18, 2025 - 9:13 am
আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এর  সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, রায়গঞ্জ পৌর সভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, রায়গঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি রিয়াদ, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ, সহ উপজেলার  বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় (২১ ফেব্রুয়ারী)  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপনের জন্য বিভিন্ন কর্মসুচির বিষয়ে আলোচনা করা হয়।