ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ৪:২০ পূর্বাহ্ন

রায়গঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

  • আপডেট: Saturday, February 15, 2025 - 12:04 pm
সিরাজগঞ্জ  প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১৫ ফেব্রুয়ারী) উপজেলা অডিটোরিয়ামের হল রুমে জেলা বিএনপি’র উপদেষ্টা ও অষ্ট্রেলিয়া প্রবাসী কামাল হোসেনের আয়োজনে বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহানের যৌথ  সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,  তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক, কেন্দ্র ছাত্র দলের সহঃ সাংগঠনিক সম্পাদক আ হ ম খোকন, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন প্রমুখ।
অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবে শহীদ ৩টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।