জনগণকে ক্ষমতা হস্তান্তর করলে শেখ হাসিনাকে পালাতে হতো না: রিজভী

জাগো জনতা অনলাইন।। জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করলে শেখ হাসিনাকে পালাতে হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এতো হত্যাকাণ্ড চালানোর পরও কোনো অনুশোচনা নেই তার। রাষ্ট্র নিয়ে খেলা করেছে তিনি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচন না দিয়ে রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করলে চরমপন্থার উদ্ভব হতে পারে। চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। এটা মাথায় রাখতে হবে।
তিনি আরও বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় সরকার নির্বাচন। গণতন্ত্র যাতে বারবার হোঁচট না খায় সেজন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আহ্বান জানান বিএনপির এই নেতা।