ঢাকা | এপ্রিল ১৯, ২০২৫ - ৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

আশুলিয়ায় প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত 

  • আপডেট: Thursday, February 6, 2025 - 11:18 am

সিনিয়র রিপোর্টার।। ঢাকা শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাবা-মা ছেলেসহ আহত হয়েছেন ৩ জন।

বৃহস্পতিবার (০৬ ফ্রেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে আশুলিয়া পলাশবাড়ী পার্ল গার্মেন্টসের বিপরীতে নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে হাবীব সিএনজি পাম্পে এ দুর্ঘটনা  ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর কাদেরাবাদ এলাকার ইমরাম হাসান সানি (৩৫), তার স্ত্রী মুক্তা আক্তার (৩২) ও তাদের সন্তান কাজী মিনহাজ (১১)। তবে তারা গুরুতর নয় বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।

এবিষয়ে গাড়ীর মালিক ইমরান হোসেন সানি বলেন, আমি গাড়ীটি গাজীপুরের মৌচাক থেকে কিনে নিয়ে আসি। তখন গাড়ীতে গ্যাস ছিলো না। পরে গাড়ীর পুর্বের মালিক ( যার কাছ থেকে গাড়ীটি ক্রয় করা হয়েছে) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেকোনো সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে নিতে। আমি যখন গ্যাস নিতে পাম্পে যাই তখন গ্যাস ডুকানোর সময় সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আমিসহ আমার স্ত্রী সন্তান আহত হই।

সিএনজি পাম্প কতৃপক্ষের তথ্যনুযায়ী, প্রাইভেটকারের   সিলিন্ডারটি এলপিজি সিলিন্ডার ছিল। এলপিজি সিলিন্ডার হওয়ায় তা বিস্ফোরণ হয়েছে। তারা বিকেল ৩ টার দিকে পাম্পে এসে সিলিন্ডারে গ্যাস রিফিল করার জন্য গাড়ি থামায়। এসময় গাড়ি থেকে সবাই নেমে পাশে দাঁড়িয়ে ছিল। যখনই গ্যাস রিফিল শুরু করে তখনই সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। পাশে দাঁড়িয়ে থাকা সামান্য আহত হয়। আহতদের উদ্ধার করে নিকটস্থ সোহেল স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।