ঢাকা | ফেব্রুয়ারী ২, ২০২৫ - ২:৪৩ অপরাহ্ন

শিরোনাম

ঘন কুয়াশায় দুই রোডের ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ৬ ফেরি

  • আপডেট: Saturday, February 1, 2025 - 3:40 am

জাগো জনতা অনলাইন।। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। মাঝ নদীতে ছোট-বড় ৬টি ফেরি আটকা পড়েছে, যাতে রয়েছে প্রায় ১০৫টি যানবাহন।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১২টা থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে আরও পাঁচ শতাধিক যানবাহন। তবে যাত্রী ও যানবাহনের সংখ্যা ক্রমশ বাড়ছে।

 

ঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যা থেকেই নৌ-রুটে ফেরি চলাচলে বিঘ্ন দেখা দেয়। রাত ১১টার পর কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এ সময় চ্যানেল এবং বিকন বাতি কিছুই দেখা যাচ্ছিল না। নৌপথের মার্কিং পয়েন্টও অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত ১২টার দিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে।

ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে মাঝ নদীতে আটকে পড়া যাত্রী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। মোহাম্মদ শামীম আহমেদ নামে এক যাত্রী বলেন, ‘জরুরি প্রয়োজনে রাত সাড়ে ১২টায় ঘাটে এসেছি। সকাল ৭টা বাজলেও এখনও ঘাট পার হতে পারিনি। প্রচণ্ড কুয়াশা বৃষ্টির মতো ঝরছে। এমন অবস্থায় পৌঁছাতে না পারলে আমার কাজের বড় সমস্যা হবে।’

আমজাদ রফিকসহ আরও অনেক যাত্রী একই ধরনের অভিযোগ জানান। পরিবহন চালকরাও দুর্ভাবনায় রয়েছেন। আলম নামের এক ড্রাইভার বলেন, ‘সময় যত গড়াচ্ছে কুয়াশার মাত্রা আরও বাড়ছে। এমন অবস্থায় ঘাট পার হতে না পারলে আমাদের কাঁচামাল নষ্ট হয়ে যাবে। খুব চিন্তার মধ্যে আছি।’

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ‘কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। জরুরি পণ্যবাহী যানবাহন এবং যাত্রীদের অগ্রাধিকার দেয়া হবে।