ফেব্রুয়ারির মধ্যেই বেক্সিমকো কর্মীদের বকেয়া বেতন পরিশোধ: শ্রম উপদেষ্টা
জাগো জনতা অনলাইন।। বেক্সিমকোর দুটি প্রতিষ্ঠানের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকো বিষয়ক ষষ্ঠ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
শ্রম উপদেষ্টা বলেন, ‘বেক্সিমকোকে ঋণ দেয়ার ক্ষেত্রে রিজার্ভ জালিয়াতির চেয়েও বড় ঘটনা ঘটেছে বলে মনে করি আমরা।’
তিনি বলেন, বেক্সিমকো ফার্মা ও শাহিনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে পাঁচ মাস ধরে বেতন না পাওয়া বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন ফেব্রুয়ারি মাসের মধ্যে পরিশোধ করা হবে।
ড. সাখাওয়াত বলেন, বেক্সিমকো লিমিটেডের মোট ঋণের পরিমাণ ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে অস্তিত্বহীন ১৬টি প্রতিষ্ঠানের বিপরীতেই ঋণ নেয়া হয়েছে ১২ হাজার কোটি টাকা।