ঢাকা | এপ্রিল ২০, ২০২৫ - ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম

বিগত সরকারের আমলে কঠিনতম অবস্থায় ছিলো বাংলাদেশ: শারমীন এস মুরশিদ

  • আপডেট: Saturday, January 25, 2025 - 11:23 am

ইউসুফ আলী খান।। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিগত বছরগুলোতে আমরা দেখেছি দেশে ধীরে ধীরে গণতন্ত্র মরে গেছে। বহুদলীয় রাজনীতি মরে যেতে বসলো। কথা বলার অধিকার আমরা হারাতে শুরু করলাম। নির্বাচন আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করলো। এবং পুরো শাসনব্যবস্থা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। ভয় ত্রাসের রাজত্ব শুরু হয়েছিলো। এখানে গণতন্ত্র বলে কিছু ছিলোনা। বিগত সরকারের আমলে কঠিনতম অবস্থায় ছিলো বাংলাদেশ।

আজ শনিবার (২৫ জানুয়ারী) সকালে ঢাকার সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য কনভেনশন হলে এক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ,গড়ব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ” এই প্রত্যয়কে সামনে রেখে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত  হয়েছে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ২০২৫।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার,দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন তরুণরা এ দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং তরুণদের সঠিক ভাবে গাইডলাইন দেয়া রাষ্ট্রের দায়িত্ব। তরুণদের সৃজনশীলতা, উদ্দীপনা ও পরিবর্তনের ইচ্ছাশক্তিই বাংলাদেশকে আরো উন্নত করে তুলতে পারে। দীর্ঘদিন ধরে পরিবর্তনের রূপকার হয়ে দীপ্ত সৈনিকেরা  সম্প্রীতি ও সুশাসন নিশ্চিত করে  স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৮ শতাধিক স্বেচ্ছাব্রতী তরুণ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।