ঢাকা | জানুয়ারী ২০, ২০২৫ - ১:১৮ অপরাহ্ন

মালান কি গালি দিয়েছিলেন? ব্যাখ্যা দিলেন তামিম

  • আপডেট: Monday, January 20, 2025 - 7:18 am

স্পোর্টস ডেস্ক।। গতকাল (১৯ জানুয়ারি)  রোববার বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বরিশালকে ১২২ রানের লক্ষ্য দিয়েছিল চিটাগং। জবাবে ডাভিড মালানের অপরাজিত ৫৬ রানে ভর করে ইনিংসের ১৯ বল হাতে রেখে জয়ের দেখা পায় বরিশাল।

ম্যাড়মেড়ে এ ম্যাচে যা একটু নাটক হয়েছে তামিম ইকবালের আউটকে ঘিরে। রান তাড়ায় নেমে ইনিংসের চতুর্থ ওভারে মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ১৪ বলে ৮ রান করা তামিম। এ সময় টিভি ক্যামেরায় দেখা যায়, কারও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন মালান। এক পর্যায়ে গালি দিতেও দেখা গেছে।

এ থেকে গুঞ্জন ওঠে, তামিমের সঙ্গেই মালানের ঝামেলা হয়েছে। সময় গড়ানোর সঙ্গে যা ডালপালা মেলতে থাকে।

তবে গুঞ্জনকে আর বাড়তে দেননি তামিম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বরিশাল ওপেনার জানিয়েছেন, মালানের সঙ্গে তাঁর কিছুই হয়নি। বরং মালান প্রতিপক্ষের এক খেলোয়াড়কে উদ্দেশ্য করে ওই সময় ওমন আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলছিলেন।

তামিমের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু নিচে তুলে ধরা হলো-

‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!

মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!

এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।