গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১২
গাজীপুর প্রতিনিধি।। গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে ১২ জন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে কারখানার স্যাম্পল রুমে ৫ কেজি ধারণক্ষমতার মিনি বয়লারটি বিস্ফোরিত হয়। আহতদের মধ্যে কারখানা শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল ও শাহজাহান রয়েছেন। এদের মধ্যে শ্রমিক সুজনের বাঁ পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের এডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী জানান, প্রতিদিনের মতো শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর সকাল ৯টার দিকে স্যাম্পল রুমে স্থাপিত মিনি বয়লারটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত দুই শ্রমিকসহ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আলহেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলিম বিশ্বাস বলেন, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ইয়াছিল আলীকে পরিবারের সদস্যরা ময়মনসিংহে নিয়ে গেছেন, আর সুজন চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা জানান, সকাল ৮টার দিকে শ্রমিকরা বয়লার চালু করেন। তবে মেশিনে পানি প্রবাহ ঠিকমতো হচ্ছিল কিনা তা তারা খেয়াল করেননি। ধারণা করা হচ্ছে, বয়লার গরম হতে হতে স্টিম আউট লাইন খুলে যায়, ফলে বিস্ফোরণ ঘটে। হয়তো মোটর ঠিকমতো পানি টানতে পারেনি বা ট্যাংকে পানি না থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে।