ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাঙ্গামা‌টির লংগদুতে ‌পি‌সি‌সি‌পি’র শীত বস্ত্র বিতরণ

  • আপডেট: Tuesday, January 14, 2025 - 8:23 pm

নিজস্ব প্রতি‌বেদকঃ পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ (পিসিসিপি)  লংগদু উপ‌জেলা শাখার পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় রাঙ্গামা‌টি জেলাধীন লংগদু উপ‌জেলার মাইনী ইউ‌পি’র সোনাই ৫নং ব্লক থেকে এ শ‌ীত বস্ত্র বিতরন শুরু হয়।

পি‌সি‌সি‌পি লংগদু উপ‌জেলা শাখার সাধারণ সম্পাদক ম‌নির হো‌সে‌নের সঞ্চালনায় উপ‌জেলার প্রত‌্যন্ত অঞ্চ‌লে ধারাবা‌হিক ভা‌বে প্রায় শতাধীক প‌রিবা‌রে শীত বস্ত্র প্রদান ক‌রেন।

এ সময় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে পি‌সি‌সি‌পি’র কে‌ন্দ্রিয় সাংগঠ‌নিক সম্পাদক রা‌সেল মাহমুদ ব‌লেন, আমা‌দের সংগঠন‌টি ছাত্র সংগঠন হ‌লেও সামা‌জিক কার্যকলাপ সবসময় ক‌রে আস‌ছি। আপনারা জা‌নেন, এর আ‌গেও লংগদু‌র চ‌বির এক শিক্ষার্থী‌র পড়াশুনার সকল খর‌চের দা‌য়িত্ব আমরা(‌পি‌সি‌সি‌পি) নি‌য়ে‌ছি‌ যা এখ‌নো বহাল আ‌ছে। শুধু তাই নয় আমরা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে ভ‌র্তির ক্ষে‌ত্রে আ‌র্থিক ও অন‌্যান‌্য সহ‌যো‌গিতা ক‌রে‌ আস‌ছি,বিনামূ‌ল্যে বই বিতরণ,শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানান সামা‌জিক কার্যকলাপ পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ,তিন জেলা সহ প্রত্যেক বিশ্ব‌বিদ‌্যালয় ও মহানগর গু‌লো‌তে ক‌রে থা‌কি।আমরা পাহা‌ড়ের সকল সম্প্রদা‌য়ের মানুষ‌কে সমান চো‌খে দে‌খি সমান ভা‌বে অগ্রধিকার দি‌য়ে থা‌কি আপনারা দেখ‌তেই পার‌ছেন আজও আমার চাকমা ও ত্রিপুরা ভাইগণ শীত বস্ত্র বিতর‌ণে উপ‌স্থিত আ‌ছেন।তাই আমা‌দের জন‌্য আপনারা দোয়া কর‌বেন সহ‌যো‌গিতা কর‌বেন।

আ‌য়োজকগণ আ‌রো ব‌লেন,রাঙ্গামা‌টি পার্বত‌্য জেলা সদস‌্য জনাব মিনহাজ মুর‌শিদ ও জনাব হা‌বিব আজম ভাই আমা‌দের সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন এবং এমন সামা‌জিক ও সহ‌যো‌গিতামূলক কা‌জে সর্বদা পা‌শে থাক‌বেন ব‌লে আশ্বস্থ ক‌রে‌ছেন।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন পি‌সি‌সি‌পি লংগদু উপ‌জেলা শাখার সাংগঠ‌নিক সম্পাদক খা‌লিদ রেজা,সহ সাংগঠ‌নিক সম্পাদক আর এস বাবু,প্রচার সম্পাদক জা‌হিদুল ইসলাম সহ উপ‌জেলা ও ইউ‌নিয়ন নেতৃবৃন্দ।