মহানবীকে অবমাননার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ
এম কে কামরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ- কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নাস্তিক ব্লগার আসাদ নুরের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১১ আগস্ট ২০২৩) জুম্মার নামাজ শেষে
বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও মুসল্লীদের উদ্যােগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষাভ মিছিলটি নগরীর হাতেমালী চৌমাথা থেকে শুরু হয়ে বটতলা বাজার প্রদক্ষিণ করে স্ব স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থী আমিনুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আরাফাত হোসেন নির্জন,পারভেজ সিকদার ও আসাদুল ইসলাম।
মানববন্ধনে শিক্ষার্থী ও বক্তারা বলেন, আমাদের মুসলমানদের কলিজার টুকরো হযরত মোহাম্মদ( সাঃ)কে নিয়ে নানা কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় ভিডিও মন্তব্য করে ব্লগার আসাদ নুর। এই নাস্তিগকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আমরা রাসুল (সাঃ) এর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়নের দাবি জানাচ্ছি।
মানববন্ধন ও বিক্ষাভে আরও উপস্থিত ছিলেন, জুবায়ের, জাহিদ, ইয়ামিন, সাইমন, রুম্মান, রাব্বি, বাপ্পি, সাইমুন, তানবির, সাইদ, রনি, মাহিম, রাকিব, সিয়াম, জসিম, জিসান, সাকিবসহ আরও অনেকে।