ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:৪৪ অপরাহ্ন

আজারবাইজানের উড়োজাহাজ কাজাখস্তানে বিধ্বস্ত, বহু হতাহত

  • আপডেট: Wednesday, December 25, 2024 - 9:54 am

জাগোজনতা অনলাইন : আজারবাইজানের বাকু থেকে ৭২ জন আরোহী নিয়ে চেচনিয়ার গ্রজনিতে যাওয়ার পথে কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।

কাজাখস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে স্কাই নিউজের খবরে বলা হয়েছে, বুধবার আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হওয়া ওই উড়োজাহাজের আগুন নিভিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।

সেখান থেকে অন্তত ২৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বহু মানুষ হতাহতের শঙ্কা তৈরি হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন ওই এমব্রায়ার-১৯০ উড়োজাহাজে। সেটি মাটিতে আছড়ে পড়ার পর বিস্ফোণে অগ্নিগোলক তৈরি হয় এবং কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

কাজাখস্তানের জরুরি সেবা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং বেঁচে যাওয়া আরোহীদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট জে২-৮২৪৩ বাকু থেকে চেচনিয়ার রাজধানী গ্রজনিতে যাচ্ছিল। কিন্তু কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের তিন কিলোমিটার দূরে সেটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল।

রাশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, কুয়াশার কারণে যাত্রাপথ পরিবর্তন করেছিল উড়োজাহাজটি। পরে আকতাউ বিমানবন্দরের কাছে সেটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি ঠিক কী ধরনের সমস্যায় পড়েছিল, তা এখনো স্পষ্ট নয়। কাজাখ কর্তৃপক্ষ বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।