ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

প্রেসিডেন্ট পদে বসার আগে অস্বস্তিতে ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট: Tuesday, December 17, 2024 - 1:28 pm

জাগোজনতা অনলাইন : পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত ডনাল্ড ট্রাম্প শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।  তবে সে আর্জি খারিজ করে  আদালতের তরফে জানানো হয়েছে, উনি প্রেসিডেন্ট পদে বসলেও রক্ষাকবচের কোনও প্রশ্নই নেই।

২০১৬ সালে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ করার জন্য ১ লক্ষ ৩০ হাজার ডলার দেওয়ার অভিযোগ উঠেছিল হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসার পরেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রুজু করা হয়েছিল। স্টর্মি ড্যানিয়েলস নিজেই ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। টাকা দিতে গিয়ে নথি জাল করারও অভিযোগ ওঠে ট্রাম্পের আইনজীবীর বিরুদ্ধে। তবে ট্রাম্পের বিরুদ্ধে স্টর্মি যা অভিযোগ করেছেন, তা বার বারই খণ্ডন করেছেন বর্ষীয়ান নেতা। এর পরই আদালতে দোষী সাব্যস্ত হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, আমেরিকার ইতিহাসে প্রথমবার। সেই সাজা খারিজের আবেদন জানান ট্রাম্পের আইনজীবীরা।

আদালতে সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা তুলে ধরে  ট্রাম্পের আইনজীবীরা প্রেসিডেন্টদের ‘অফিশিয়াল’ কাজকর্মের আইনি রক্ষাকবচের কথা বলেন। তবে নিউইয়র্কের বিচারক জুয়ান মার্চান স্পষ্ট জানান, এই মামলার ক্ষেত্রে যে প্রমাণগুলি পাওয়া গিয়েছে, তা ব্যক্তিগত স্তরে নেওয়া সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ফলে কোনও রক্ষাকবচ দেওয়া যাবে না। মার্চানের রায় হল প্রেসিডেন্ট-নির্বাচিতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা মামলার সর্বশেষ বিকাশ, যেখানে সাজা এখনও মুলতুবি রয়েছে।

নভেম্বরের শেষের দিকে, ইউএস স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ দুটি ফৌজদারি মামলা খারিজ করেন যেখানে ট্রাম্পকে ২০২০ সালের নির্বাচনের পরাজয়কে উল্টে দিতে এবং হোয়াইট হাউসে  গোপন সরকারি নথিগুলিকে অপব্যবহার করার জন্য অভিযুক্ত করা হয়েছিল। এছাড়াও গত মাসে, ট্রাম্পের আইনজীবীরা পৃথকভাবে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে তার বিরুদ্ধে জালিয়াতির জন্য দেওয়া নাগরিক রায় এবং ৪৬৪ মিলিয়ন ডলার জরিমানা বাতিল করতে বলেছিলেন। আইনজীবীদের দাবি ছিল  ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন।সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ট্রাম্পের আইনজীবী জন সাউরের কাছে একটি চিঠিতে, নিউইয়র্কের ডেপুটি সলিসিটর জেনারেল জুডিথ ভ্যাল অনুরোধটি অস্বীকার করেছেন।
সূত্র : আলজাজিরা