ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

সিরিয়ার নতুন প্রশাসনকে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক: প্রতিরক্ষামন্ত্রী

  • আপডেট: Tuesday, December 17, 2024 - 12:08 pm

জাগোজনতা অনলাইন : সিরিয়ার নয়া প্রশাসনকে আরো বেশি সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের বলেছেন, সিরিয়ার পক্ষ থেকে অনুরোধ করা হলে দেশটিকে সামরিক প্রশিক্ষণ দেবে আঙ্কারা।
গুলের রোববার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, নিজেকে গঠনমূলক হিসেবে প্রমাণ করার জন্য সিরিয়ার নতুন সরকারকে সুযোগ দিতে হবে।
তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, “সিরিয়ার নয়া প্রশাসন তাদের প্রথম বিবৃতিতে ঘোষণা করেছে যে, তারা সকল সরকারি প্রতিষ্ঠান এবং জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থাকে সম্মান জানাবে।” তিনি আরো বলেন, “কাজেই নয়া প্রশাসন এখন কী করে তা দেখার জন্য তাদেরকে সুযোগ দেয়া উচিত।”
তুরস্ক সিরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়টি বিবেচনা করছে কিনা- এমন প্রশ্নের উত্তরে গুলের বলেন, বিশ্বের বহু দেশের সঙ্গে তুরস্কের এ ধরনের সহযোগিতা রয়েছে এবং দামেস্কের নয়া প্রশাসন একই রকম অনুরোধ করলে আঙ্কারা তা বিবেচনা করবে।
তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, এই মুহূর্তে আঙ্কারার প্রধান অগ্রাধিকার হচ্ছে সিরিয়ার কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজিকে নির্মূল করা। তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র সঙ্গে ওয়াইপিজির যোগসাজশ রয়েছে দাবি করে গুলের বলেন, বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে।
তিনি পরিষ্কার করে বলেন, “সিরিয়ায় পিকেকে/ওয়াইপিজি সন্ত্রাসীদের আজ হোক অথবা কাল নির্মূল করা হবেই। সিরিয়ার নয়া প্রশাসন এবং আমরা উভয়ই এটা চাই।